Flat 30% off on all basic dental procedures & 50% of on Tooth Whitening till 7th August,2025
Now make your smile brighter

KINETIC DENTAL & AESTHETIC CENTER
Kinetic Dental
Your Smile Begins Here
Dentist
"KINETIC DENTAL" offer you best female & male dental surgeons in Dhaka. We value your trust upon us.
01/08/2022
House 16,Road 03, Sujatnagar, Pallabi. Mirpur 12
Make an Appointment
Make Appointment

Testimonials

Nazifa Searat
https://maps.app.goo.gl/VWj8cMsg1m6BaSww8?g_st=ic

Habibur Rahman
They are so friendly & explain everything before and during treatment. Most importantly they have both male & female expert doctors. So, who want to maintain parda , kinetic dental is really the best place for them.

Nishat Islam
Very nice environment. Woman friendly, child friendly environment. Have male and female both expert dentists. In clinic have e portion to take care of your child when you are taking treatment. Perfect dental clinic for all aged people
Products
Instagram Feed

Blog
Tooth sensitivity
"দাঁত শিরশির/অতিসংবেদশীলতা"দাঁতের এনামেল ক্ষয় হয়ে ডেন্টিন বের হয়ে গেলে বাইরে থেকে ঠান্ডা অথবা গরম খাবার, ঠান্ডা বাতাস, ইত্যাদি উদ্দীপক অতি সহজেই দাঁতের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। তাই দাঁত শিরশির করে থাকে।🔹দাঁতের অতিসংবেদনশীলতার কারণ · জোরে জোরে দাঁত ব্রাশ করা · শক্ত টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করা · পান সুপারি চিবানোর অভ্যাস · অ্যাসিডিক পানীয় এবং বেভারেজ জাতীয় খাদ্য · দীর্ঘকালীন অতিরিক্ত গ্যাস্ট্রিক এসিডিটির সমস্যা · অনেক পুরনো কোনো ফিলিং করানো থাকলে · দন্ত ক্ষয় · দুর্ঘটনাবশত দাঁত ভাঙ্গা🔹দাঁতের শিরশিরানি...
What to do during tooth eruption?
............ " শিশুদের দাঁত উঠার সময়ে করণীয়" ............. শিশুদের দাঁত কখন ওঠে? বেশিরভাগ ক্ষেত্রেই ৬ মাসের মাঝে শিশুদের প্রথম দাঁত ওঠে। তবে অনেক শিশুদের এ সময়ের আগে (৩ মাস বয়সে) অথবা বেশ দেরীতে (১৪ মাস বয়সে) দাঁত উঠতে পারে।শিশুদের দাঁত ওঠার পর্যায়গুলো কী কীখেয়াল করলে দেখবেন, শিশুদের নতুন দাঁত প্রথম যখন উঠে, তখন তা উঠে জোড়ায় জোড়ায় অর্থাৎ এক সাথে দুটি। প্রথমে গজায় নিচের পাটির মাঝের দুটি দাঁত। ১ মাস বা আরো কিছু সময় পর উপরের পাটির মাঝের দুটি...
Remedy of gum bleeding
মাড়ি থেকে রক্তপাত, কারণ ও প্রতিকার কি?অনেকেরই দাঁত বিশেষ করে মাড়ি থেকে রক্ত ঝরে। মুখ দিয়ে কোনো কিছু চুষতে গেলে এমনকি ব্রাশ করার সময়ও রক্ত আসে। অনেক সময় মাড়ি ফুলে যায়, ব্যথা হয় এবং সামান্য আঘাতেই মাড়ি থেকে রক্ত পড়তে থাকে। মাড়ি থেকে রক্ত পড়লে বুঝতে হবে মাড়িতে জিনজিভাইটিস বা মাড়ির প্রদাহ হয়েছে। যদি আপনার মাড়ি থেকে সহজেই রক্ত পড়ে কিংবা দাঁত ব্রাশের সময় রক্ত পড়ে, তা হলে শুরুতেই ডেন্টিস্টের কাছে যান। এটি নিরাময়যোগ্য ও সহজে প্রতিকার করা যায়।কারণ:১. মাড়ি দিয়ে রক্ত পড়ার প্রধান ও অন্যতম কারণই হচ্ছে নিয়মিত দাঁত ব্রাশ না করা। দাঁতের ওপর লেগে থাকা খাদ্যকণাগুলোর সাদা প্রলেপ পড়ে,...
Dental Caries & it’s solution
🔹Dental Caries In Children🔹 •Dental caries (also known as tooth decay or dental cavities) is the most common noncommunicable disease worldwide. •Severe dental caries affects general health and often causes pain and infection, which may result in tooth extraction.Common dental caries for children-1. Nursing bottle caries 2. Rampant caries 👉 NURSING BOTTLE CARIESNursing bottle caries is a form of tooth decay that is caused by children sleeping with bottles. This is also called baby bottle or nursing bottle tooth decay. It is caused when a child goes to bed with a bottle filled with milk or juice, anything except water. • Common age...
After RCT, cap is necessary or not!
🔹Importance of Crown/Cap over tooth 🔹 Cap:It is a cemented extracoronal restoration that covers or veneered the outer surface of the clinical crown. Function ▪︎ to protect underlying tooth structure ▪︎ restore aesthetics ▪︎ restore function 🔹Necessity of Crown after Rootcanal treatment In root canal therapy the infected pulp get removed from the tooth. Which is done to save the tooth as well as prevent decay and infection spreading to other teeth.So after a root canal treatment, the structural integrity of your tooth has been weakened. This is why it’s necessary to have a dental crown placed on...
বাচ্চাদের দাঁতের যত্ন
🦷🦷🦷🦷🦷.... বাচ্চাদের দাঁতের যত্ন ....🦷🦷🦷🦷🦷 দাঁতের সমস্যা আমাদের দেশের শিশুদের অন্যতম বড় সমস্যা। শিশুদের দাঁতের যত্ন নিতে হয় জন্মের পর থেকেই। তাদের যত্ন নেওয়া শেখাতে মা-বাবার ভূমিকাই বেশি থাকে।অনেকেই প্রশ্ন করেন শিশুর দাঁতের যত্ন নিবেন কখন থেকে।সাধারণত ছয় থেকে নয় মাসের মধ্যে শিশুদের দুধের দাঁত ওঠে।শিশুর দুধদাঁত কখনো কখনো ১১ বছর বয়স পর্যন্ত মুখে অবস্থান করে। অনেকের ধারণা এই দাঁত তো পড়ে যাবে, তাই এর যত্নের দরকার নেই। কিন্তু তা যদি সুস্থ ও সুরক্ষিত না থাকে পরবর্তী স্থায়ী দাঁতগুলোতেও সমস্যা হতে পারে। দুধদাঁতের শিকড়ে প্রদাহ অনেক...
Enjoy upto 50% Discount
🦷 Special Dental Offer!Take advantage of our limited-time dental care package designed to keep your smile healthy and bright — at an affordable price!✅ Offer Includes: • Comprehensive Dental Check-Up • Digital X-Rays (if needed) • Professional Teeth Cleaning • Personalized Treatment Plan • 15% Off on All Basic Dental Procedure • 50% Off on Tooth Whitening Treatment • 50% Off on Cosmetic Laser Filling • 10%- 15% Off on Orthotic Treatment 💰 Offer Price (After 50% Discount): •Scaling : Only 1000/- tk •Polishing: 500/- tk •Tooth Whitening: Only 6000/- tk ...
Business Hours

Scan QR Code

DM for Business Inquiries

Create Free oidCard
Share your details
To download the contact, you also need to share your contact details.
Subscribe to Newsletter
Sign up to get exclusive email updates directly from me.
Share My oidCard
Share on Facebook
Share on Twitter
Share on Linkedin
Share on Email
Share on Pinterest
Share on Reddit
Share on Whatsapp
Share on Snapchat