Remedy of gum bleeding

মাড়ি থেকে রক্তপাত, কারণ ও প্রতিকার কি?
অনেকেরই দাঁত বিশেষ করে মাড়ি থেকে রক্ত ঝরে। মুখ দিয়ে কোনো কিছু চুষতে গেলে এমনকি ব্রাশ করার সময়ও রক্ত আসে। অনেক সময় মাড়ি ফুলে যায়, ব্যথা হয় এবং সামান্য আঘাতেই মাড়ি থেকে রক্ত পড়তে থাকে।
মাড়ি থেকে রক্ত পড়লে বুঝতে হবে মাড়িতে জিনজিভাইটিস বা মাড়ির প্রদাহ হয়েছে। যদি আপনার মাড়ি থেকে সহজেই রক্ত পড়ে কিংবা দাঁত ব্রাশের সময় রক্ত পড়ে, তা হলে শুরুতেই ডেন্টিস্টের কাছে যান। এটি নিরাময়যোগ্য ও সহজে প্রতিকার করা যায়।
কারণ:
১. মাড়ি দিয়ে রক্ত পড়ার প্রধান ও অন্যতম কারণই হচ্ছে নিয়মিত দাঁত ব্রাশ না করা। দাঁতের ওপর লেগে থাকা খাদ্যকণাগুলোর সাদা প্রলেপ পড়ে, যাকে আমরা ডেন্টাল প্লাগ বলি। মাড়ির লাইনে প্ল্যাক গঠন হওয়া। এতে মাড়িতে প্রদাহ হতে পারে। ২৪ ঘণ্টা পর এ ডেন্টাল প্লাগ শক্ত হয়ে ক্যালকুলাস হয়। এ ক্যালকুলাসই মাড়ি দিয়ে রক্ত পড়ার অন্যতম কারণ।
২. ক্যালকুলাস দাঁত ও মাড়ির মাঝখানে অবস্থান করে এবং প্রতিনিয়ত নরম মাড়ির সঙ্গে ক্যালকুলাসের ঘর্ষণের কারণে খুব সহজেই মাড়ি দিয়ে রক্ত পড়ে। মাড়ির ফোলা এবং প্রদাহের কারণও এ ক্যালকুলাস। এটিকে বলা হয় জিনজিভাইটিস।
৩. ক্রমশই জিনজিভাইটিস বেড়ে গিয়ে যখন প্রকট আকার ধারণ করে, তখন একে বলা হয় পেরিওডন্টাইটিস। এ অবস্থায় দাঁতটা ধীরে ধীরে মাড়ি থেকে সরে যায় এবং নড়তে থাকে।
৪. এছাড়া ও রক্তপাতের যেকোনো অস্বাভাবিকতার কারণে মাড়ি থেকে রক্তপাত হতে পারে। যেমন
> জোরে জোরে দাঁত ব্রাশ করা
> গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন
> ঠিকমতো কৃত্রিম দাঁত না বসা
> ঠিকমতো ফ্লসিং না করা
> দাঁতে বা মাড়িতে ইনফেকশন
> লিউকোমিয়া, এক ধরনের রক্তের ক্যানসার
> স্কার্ভি, ভিটামিন সি-এর ঘাটতি
> রক্ত পাতলাকারী ওষুধ
> ভিটামিন কে-এর ঘাটতি
কি করবেন
প্রাথমিকভাবে এই সমস্যার সমাধান করা যায়। তবে প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
১. প্রতিদিন সঠিক নিয়মে সকালে নাস্তার পর ও রাতে ঘুমোতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করতে হবে।
২. ভালো মানের পেস্ট ও ব্রাশ ব্যবহার করতে হবে। দীর্ঘদিন এক টুথপেস্ট ব্যবহার করবেন না।
৩. ডেন্টাল ফ্লস ব্যবহারের মাধ্যমে দুই দাঁতের মাঝখানে লেগে থাকা খাদ্যকণা দূর করতে হবে।
৪. নিয়মিত ভিটামিন সি-সমৃদ্ধ খাবার খেতে হবে। যেমন- আমলকী, কমলালেবু, বাতাবিলেবু, আমড়া ইত্যাদি।
৫. নিয়মিত কুসুম গরমপানিতে লবণ দিয়ে কুলকুচি করতে হবে।
৬. ছয় মাস পর পর ডেন্টিস্টের পরামর্শ নিন।
৭. প্রতিবছর অন্তত একবার সরকার স্বীকৃত ডেন্টিস্টের কাছ থেকে ডেন্টাল স্কেলিং ও পলিশিংয়ের মাধ্যমে মাড়ি থেকে ক্যালকুলাস সরিয়ে ফেলুন।
ডা: তামান্না হাবীব
জুনিয়র কনসালটেন্ট
কাইনেটিক ডেন্টাল, ঢাকা
#kineticdental
#gingivalbleeding
#toothache
#dentists
#dentalclinic
#dentistnearme
#endodontics
#periodontist
#pediatricdentist
............... কাইনেটিক ডেন্টাল..........
বাসা: ১৬, রোড:৩, সুজাত নগর, পল্লবী, ঢাকা
(নিচতলা)
যোগাযোগ: ০১৩১৩১৭৫৭৭৯, ০১৮৬৮৩৪৯১৭৮