বাচ্চাদের দাঁতের যত্ন

🦷🦷🦷🦷🦷.... 

          বাচ্চাদের দাঁতের যত্ন 

                        ....🦷🦷🦷🦷🦷 


দাঁতের সমস্যা আমাদের দেশের শিশুদের অন্যতম বড় সমস্যা। শিশুদের দাঁতের যত্ন নিতে হয় জন্মের পর থেকেই। তাদের যত্ন নেওয়া শেখাতে মা-বাবার ভূমিকাই বেশি থাকে।


অনেকেই প্রশ্ন করেন শিশুর দাঁতের যত্ন নিবেন কখন থেকে।সাধারণত ছয় থেকে নয় মাসের মধ্যে শিশুদের দুধের দাঁত ওঠে।শিশুর দুধদাঁত কখনো কখনো ১১ বছর বয়স পর্যন্ত মুখে অবস্থান করে। অনেকের ধারণা এই দাঁত তো পড়ে যাবে, তাই এর যত্নের দরকার নেই। কিন্তু তা যদি সুস্থ ও সুরক্ষিত না থাকে পরবর্তী স্থায়ী দাঁতগুলোতেও সমস্যা হতে পারে। দুধদাঁতের শিকড়ে প্রদাহ অনেক দিন স্থায়ী থাকলে স্থায়ী দাঁতের ক্ষতি হয়।

এমনকি দাঁতে সমস্যার জন্য শিশুর অপুষ্টিও দেখা দিতে পারে।


ছয় মাস বয়স থেকে শিশুর দাঁত উঠলেও গর্ভে থাকাকালীনই শিশুর দাঁতের গঠন শুরু হয়। জন্মের পর মাড়ি ভেদ করে আসতে প্রত্যেক দাঁতের নির্দিষ্ট সময় লাগে। তাই দাঁত দেখা না গেলেও এর পরিচর্যা শুরু করতে হয় শুরু থেকেই। 


🔹 শিশুদের দাঁতের পরিচর্যা:


>শিশুকে প্রতিবার বুকের দুধ খাওয়ানোর পর কোমল কাপড় দিয়ে মাড়ি ভালো করে পরিষ্কার করে দিন। এতে শিশু দাঁতে ক্ষয় রোগ থেকে রক্ষা পাবে।শিশুর দাঁত ওঠার আগে পরিষ্কার সুতি কাপড় উষ্ণ পানিতে ভিজিয়ে পরিষ্কার করে দিতে হবে। 


>দাঁত ওঠার পর নরম বেবি টুথ ব্রাশ দিয়ে সতর্কতার সঙ্গে মা-বাবাকেই ব্রাশ করিয়ে দাঁত ও জিহ্বা পরিষ্কার করতে হবে। বেবি টুথপেস্ট না পেলে বা খেয়ে ফেলার আশঙ্কা থাকলে পেস্ট না দিলেও চলবে। 


>ব্রাশ করতে হবে দিনে কমপক্ষে ২ বার ,রাতে খাবারের পর ও দিনে সকালের নাস্তার পর। 


>প্রতিবার খাওয়ার পর শিশুকে ভালোভাবে পানি পান করাতে হবে।


🔹শিশুদের দাঁতের যত্ন না নিলে যা হবে:


- দাঁত ক্ষয় 

- মারী ফুলে যাওয়া ও দাঁতে ব্যাথা

- দাঁতে ব্যাথার জন্য শিশু না খেতে পারায় অপুষ্টির শিকার

- আঁকাবাঁকা দাঁত (সময়ের আগে বা পরে দাঁত পড়ে গেলে)


ডা.তাসনীম ইসলাম

বি.ডি.এস (ঢাবি)

মেডিকেল অফিসার

(মেন্ডি ডেন্টাল কলেজ ও হাসপাতাল) 

জুনিয়র কনসালটেন্ট

কাইনেটিক ডেন্টাল, ঢাকা।


……………Kinetic Dental……………

House no:73,

Road: Chayanir Bekary Factory road, West Dhanmondi. 

Shankar

Dhaka:1207

For appointment contact:01868349178


 #child 

#child_care

#child_tooth_brushing

#children_dental_care

#dentists 

#dentalclinic

#dentistnearme

#endodontics

#periodontist

#pediatricdentist

#toothextraction