Tooth sensitivity

"দাঁত শিরশির/অতিসংবেদশীলতা"


দাঁতের এনামেল ক্ষয় হয়ে ডেন্টিন বের হয়ে গেলে বাইরে থেকে ঠান্ডা অথবা গরম খাবার, ঠান্ডা বাতাস, ইত্যাদি উদ্দীপক অতি সহজেই দাঁতের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। তাই দাঁত শিরশির করে থাকে।


🔹দাঁতের অতিসংবেদনশীলতার কারণ

           

      · জোরে জোরে দাঁত ব্রাশ করা

      · শক্ত টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করা

      · পান সুপারি চিবানোর অভ্যাস 

      · অ্যাসিডিক পানীয় এবং বেভারেজ জাতীয় খাদ্য

      · দীর্ঘকালীন অতিরিক্ত গ্যাস্ট্রিক এসিডিটির সমস্যা

      · অনেক পুরনো কোনো ফিলিং করানো থাকলে 

      · দন্ত ক্ষয়

      · দুর্ঘটনাবশত দাঁত ভাঙ্গা


🔹দাঁতের শিরশিরানি কমানোর উপায় 


      · সকাল ও রাতে নিয়ম করে দাঁত ব্রাশ করতে হবে

      · ফ্লোরাইড সমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করতে হবে

      · নরম ব্রাশ ব্যবহার করতে হবে

      · এনামেল বেশি ক্ষয় হয়ে গেলে ফিলিং অথবা রুট ক্যানেল প্রয়োজন হতে পারে , সেক্ষেত্রে ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী ডেন্টাল চিকিৎসা গ্রহণ করা।

      · দাঁতে আঘাত পেলে দ্রুত ডেন্টিস্টের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করা


……………Kinetic Dental……………

House no: 16

Road: 3

Sujatnogor,mirpur12

Pallabi

Dhaka


For appointment contact:

01313175779

01868349178


#toothsensitivity

#dentists

#dentalclinic

#dentistnearme

#endodontics

#periodontist

#pediatricdentist

#toothextraction